প্রকাশ: ৪ এপ্রিল ২০২৫, ১৫:২৬
গাজা উপত্যকায় চলমান সামরিক অভিযানে যুদ্ধাপরাধের যথাযথ তদন্তের দাবি তুলেছেন ইসরায়েলের ১৩ জন আইনজীবী। তারা দেশটির সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল গ্যালি বাহারাভ-মিয়ারা ও সামরিক বাহিনীর প্রধান আইনজীবী ইফাত তোমের-ইয়ারুশালমির কাছে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন। এ নিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ একটি প্রতিবেদন প্রকাশ করলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।