নওগাঁর আত্রাইয়ে উপজেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের "তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন" প্রকল্পের আওতায় মঙ্গলবার (৪ঠা মার্চ) সকাল ১১টায় সাহাগোলা ইউনিয়নের মিরাপুর গ্রামে মহিলাদের নিয়ে উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা তথ্য অফিসার দিলরুবা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো.কামাল হোসেন।
তিনি তার বক্তব্যে নারীদের ক্ষমতায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা এবং সামাজিক উন্নয়নে নারীদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন,"বর্তমান যুগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নারীদের ক্ষমতায়নের জন্য একটি শক্তিশালী হাতিয়ার। এই প্রযুক্তির মাধ্যমে নারীরা শুধু শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রেই নয়, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রেও নিজেদের অবস্থানকে শক্তিশালী করতে পারে।নারীদের অংশগ্রহণ ছাড়া সামাজিক উন্নয়ন সম্ভব নয়। তাই নারীদের সচেতনতা বৃদ্ধি এবং তাদের দক্ষতা উন্নয়নের জন্য তথ্য প্রযুক্তির ব্যবহার অপরিহার্য।"
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন। তিনি বলেন,"নারীদের ক্ষমতায়নের জন্য স্থানীয় সম্প্রদায়কেও এগিয়ে আসতে হবে।
নারীদের শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে পারলেই তারা সমাজে নিজেদের অবস্থানকে শক্তিশালী করতে পারবে।"এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক নাজমুল হক নাহিদ, উপজেলা তথ্য সেবা সহকারি মোছাঃ মিনুয়ারা খাতুন,এবং স্থানীয় ইউপি সদস্য মোঃ নজরুল ইসলাম প্রমুখ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।