
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১৩:১৫

বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন থেকে একটি কমিয়ে তিনটি করার বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) প্রকাশিত গেজেট বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছিল, তা বহাল রেখেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ বুধবার (১০ ডিসেম্বর) এ আদেশ দেন। এতে বাগেরহাটের চারটি আসনই বহাল থাকলো।
