জয়পুরহাটে উচ্চফলনশীল নতুন জাতের রঙ্গিন ফুলকপি চাষের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ৩ ফেব্রুয়ারি) বিকালে জেআরডিম আয়োজিত পিকেএসএফ-এর আর্থিক সহায়তায় জয়পুরহাট সদর উপজেলার নারায়ণপাড়াতে জেআরডিএম উচ্চফলনশীল রঙ্গিন ফুলকপি চাষে উদ্বুদ্ধ করতে কৃষি ইউনিট (কৃষি খাত) প্রোগ্রামের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
জেআরডিএম-এর কৃষি কর্মকর্তা মোঃ আহসান হাবিবের সঞ্চালনায় ওই অনুষ্ঠানে বক্তব্য দেন, জয়পুরহাট সদর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা জনাব মাসুদ পারভেজ, জেআরডিএমের প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আবু হেনা মোস্তফা কামাল, মৎস্য কর্মকর্তা ইমনা পারভিন টুম্পা, রঙ্গিন ফুলকপি চাষি মনোয়ার হোসেন, তরুণ কৃষি উদ্যেক্তা সহ অন্যরা।
নারায়ণপাড়া গ্রামের কৃষক মনোয়ার হোসেন বলেন, এ বছর তিনি জেআরডিএম হতে ৮শটি রঙ্গিন ফুলকপির চারা, জৈব সার, জৈব বালাইনাশক সহায়তা পেয়ে তার ১০ শতক জমিতে চারা রোপণ করেছেন, যার এখন বাজার মূল্য ১৮ হাজার টাকা। ফসলটি রঙ্গিন হওয়ায় এলাকায় অন্য কৃষকদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। অন্যরাও আগামী বছরে এই ফসল চাস করবেন।
অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ পারভেজ বলেন, আগাম ফুলকপি চাষে ভাল দাম পাওয়া যেতে পারে। জৈব উপায়ে চাষকৃত এই সবজি অনেক পুষ্টি ও এন্টিক্যান্সার উপাদান সমৃদ্ধ। সেই সাথে জেআরডিএম-এর কর্মকান্ডের প্রশংসা এবং সার্বিক সহযোগিতার কথাও বলেন তিনি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।