৭ বছর পর মায়ের সাথে দেখা হলো তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বুধবার ৮ই জানুয়ারী ২০২৫ ০৫:০৯ অপরাহ্ন
৭ বছর পর মায়ের সাথে দেখা হলো তারেক রহমানের

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে দীর্ঘ সাত বছর পর সাক্ষাৎ হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় বেলা ২টা ৫৫ মিনিটে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়া লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। 


বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, খালেদা জিয়ার এ যাত্রাকে ভিআইপি প্রটোকলের সঙ্গে স্বাগত জানানো হয়। বিমানবন্দরে তাকে বরণ করে নেন তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা। 


লন্ডনে পৌঁছানোর পর, বিএনপি চেয়ারপারসন সরাসরি হাসপাতালে ভর্তি হওয়ার পরিকল্পনা করেছেন। খালেদা জিয়া কিছুদিন তারেক রহমানের সঙ্গে লন্ডনে থাকার পর যুক্তরাষ্ট্রে চিকিৎসার জন্য যাবেন। মেরিল্যান্ডে অবস্থিত জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে তার চিকিৎসা নেওয়ার কথা রয়েছে। 


এর আগে, ২০১৭ সালে খালেদা জিয়া চোখ ও পায়ের ফলোআপ চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন। সে সময় তারেক রহমান তাকে বিমানবন্দরে স্বাগত জানিয়েছিলেন এবং নিজের গাড়িতে করে গন্তব্যে পৌঁছান। 


এই সফরে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স ব্যবহৃত হয়, যা সর্বাধুনিক চিকিৎসা সুবিধা সংবলিত।