দিনাজপুরের হাকিমপুর হিলিতে বিশেষ ক্ষমতা আইনে মাদকের মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী শাহিন মিয়া (৩৮) নামের একজনকে গ্রেফতার করেছে করেছে থানা পুলিশ। শুক্রবার(২৭ আগষ্ট) বিকালে হিলির পার্শ্ববর্তী জয়পুরহাট জেলা সদরের চাকিপাড়া গ্রাম আসামির শ্বশুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি শাহিন মিয়া হাকিমপুর (হিলি) পৌর শহরের দক্ষিণ বাসুদেবপুর এলাকার আজগর আলীর ছেলে। বিষয়টি ওই দিন বিকেল সাড়ে চারটায় প্রেস ব্রিফিং এর মাধ্যমে নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) ফেরদৌস ওয়াহিদ।
তিনি জানান, গত ২০১০ সালের স্পেশাল ট্রাইবুনাল(এসটি) মামলা ৩৫২/২০১০ এবং ওই বছরের জুলাই মাসের ১৮ তারিখে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে হাকিমপুর থানার ১২ নং মাদকের মামলা, জিআর ১০৩/২০১০ এর তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার করার লক্ষে প্রযুক্তির সহায়তায় হাকিমপুর থানা পুলিশের একটি টিম পার্শ্ববর্তী জয়পুরহাট জেলা সদরের চাকিপাড়া গ্রামে বিশেষ অভিযান চালিয়ে আসামি শাহিন মিয়া এর শ্বশুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।