ঝালকাঠিতে ব্যবসায়ী হত্যা, গ্রেফতার দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
মো. নাঈম হাসান ঈমন, জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৯ই জানুয়ারী ২০২৫ ০৫:০২ অপরাহ্ন
ঝালকাঠিতে ব্যবসায়ী হত্যা, গ্রেফতার দাবিতে বিক্ষোভ

ঝালকাঠি সদর উপজেলার রামপুর জোড়াপোল এলাকায় সুদেব হালদার নামের এক ব্যবসায়ীকে গলাকেটে হত্যার ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। হত্যার তৃতীয় দিনেও অভিযুক্তদের গ্রেফতার করতে না পারায় ক্ষোভে ফেটে পড়েছেন নিহতের পরিবার, স্বজন এবং স্থানীয় ব্যবসায়ীরা।  


বৃহস্পতিবার সকালে ঝালকাঠির বাউকাঠি বাজারের ব্যবসায়ীরা ১ ঘণ্টার জন্য দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বিক্ষোভে কয়েকশত ব্যবসায়ী অংশ নেন। বক্তারা দ্রুত হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়ে হুঁশিয়ারি দেন, অন্যথায় লাগাতার কর্মসূচি পালিত হবে।  


মানববন্ধনে বক্তব্য রাখেন নবগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সরদার মো. শহিদুল্লাহ, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রুহুল আমিন ফকির, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলামসহ স্থানীয় ব্যবসায়ী ও নিহতের পরিবারের সদস্যরা।  


গত ৬ জানুয়ারি রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে সুদেব হালদারকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। সকালে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেন। ঘটনার দিনই নিহতের বাবা সুব্রত হালদার থানায় মামলা দায়ের করেন।  


ঝালকাঠি সদর থানার পুলিশ জানিয়েছে, হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে তদন্ত চলছে। তবে এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি। হত্যাকাণ্ডের ন্যায়বিচার দাবি করে স্থানীয় বাসিন্দারা দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।