গোয়ালন্দে ফসলি জমির মাটি কাটায় ড্রাম ট্রাক জব্দ

নিজস্ব প্রতিবেদক
মইনুল হক মৃধা-রাজবাড়ী জেলা প্রতিনিধি
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৯ই জানুয়ারী ২০২৫ ০৪:১৫ অপরাহ্ন
গোয়ালন্দে ফসলি জমির মাটি কাটায় ড্রাম ট্রাক জব্দ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রির অভিযোগে একটি মাটিভর্তি ড্রাম ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামানের নেতৃত্বে বুধবার দৌলতদিয়ার আক্কাস আলী হাই স্কুলের পেছনে এই অভিযান চালানো হয়। এছাড়া পদ্মা নদীর চর কর্ণেশন ও নতুন ব্রিজ এলাকায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগে দুটি ড্রেজারের পাইপ ভেঙে ধ্বংস করা হয়।


অভিযান শেষে সহকারী কমিশনার জানান, কৃষি জমি থেকে মাটি কাটা ও বিক্রির কারণে পরিবেশ এবং সড়ক ব্যবস্থায় ব্যাপক ক্ষতি হচ্ছে। জনস্বার্থে অভিযান চালিয়ে একটি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে। অভিযানের সময় চালকেরা পালিয়ে যায়। জব্দকৃত ট্রাকগুলো উপজেলা কোয়ার্টারের পাশে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে জরিমানা আরোপ করা হবে। 


তিনি আরও বলেন, ফসলি জমি বা নদী থেকে মাটি ও বালু কাটার কাজে প্রশাসনের অনুমতি বাধ্যতামূলক। রাতের আঁধারে বা দিনে যেকোনো ধরনের মাটি বা বালু কাটা বন্ধে প্রশাসন নজরদারি চালিয়ে যাচ্ছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।


স্থানীয়রা জানান, প্রভাবশালীদের ছত্রছায়ায় বছরের পর বছর ফসলি জমি ধ্বংসের এ কার্যক্রম চললেও কার্যকর প্রতিরোধ করা যাচ্ছে না। এ ধরনের কর্মকাণ্ডে পরিবেশ বিপন্ন হচ্ছে, জীববৈচিত্র্যের ক্ষতি হচ্ছে, এবং গ্রামীণ সড়কগুলো ভেঙে পড়ছে। তাদের দাবি, প্রশাসনের নজরদারি আরও বাড়ানো উচিত।