জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন: সপ্তাহে ২০০ পরিবারের জন্য ৫ লাখ টাকার সহায়তা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
সামির আসাফ, প্রতিনিধি ( ঢাকা )
প্রকাশিত: শুক্রবার ১লা নভেম্বর ২০২৪ ০৬:২৪ অপরাহ্ন
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন: সপ্তাহে ২০০ পরিবারের জন্য ৫ লাখ টাকার সহায়তা ঘোষণা

জুলাই বিপ্লবে শহীদ হওয়া ছাত্র-জনতার পরিবারকে সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’। সংগঠনটি জানিয়েছে, শনিবার (২ নভেম্বর) থেকে প্রতি সপ্তাহে ২০০ শহীদ পরিবারের কাছে আর্থিক সহায়তা পৌঁছানো হবে, প্রতিটি পরিবার পাবে ৫ লাখ টাকা করে।


শুক্রবার (১ নভেম্বর) বেলা ১১টায় শাহবাগে ফাউন্ডেশনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সদস্য সচিব সারজিস আলম এই তথ্য জানান। তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন মিলনায়তনে প্রথম দফায় ২০০ শহীদ পরিবারের কাছে অর্থ বিতরণ করা হবে। এদিকে, যেসব শহীদ পরিবার এই দফায় উপস্থিত থাকতে পারবে না, তাদের সাথে যোগাযোগ করা হয়েছে এবং পরবর্তী পর্যায়ে তাদেরকেও সহায়তা প্রদান করা হবে। আশা করা হচ্ছে, ডিসেম্বরের মধ্যে সকল শহীদ পরিবারের কাছে সহায়তা পৌঁছে যাবে।


সারজিস আলম জানান, অর্থ বিতরণের কার্যক্রম সকাল থেকে বিকেল পর্যন্ত চারটি ভাগে সম্পন্ন হবে, যাতে প্রত্যেকটি পরিবারকে একযোগে সহায়তা দেওয়া সম্ভব হয়। তিনি বলেন, “প্রথমে ঢাকা বিভাগের শহীদদের নিয়ে কাজ শুরু হচ্ছে, যেখানে শহীদের সংখ্যা দুইশর বেশি। পরে আট বিভাগে এই সহায়তা কার্যক্রম সম্প্রসারিত করা হবে।”


অবস্থানগত এবং জরুরি সহায়তার জন্য আহতদের এক লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। এই সহায়তা বিকাশের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে এবং যদি পরিমাণ বেশি হয়, ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে দেওয়া হবে। এছাড়া, জরুরি সহায়তার প্রয়োজন হলে হেল্পলাইন ১৬০০০-এ যোগাযোগ করলে তিন দিনের মধ্যে সহযোগিতা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।


ফাউন্ডেশনের সদস্য সচিব আরও জানান, দীর্ঘমেয়াদী পুনর্বাসন প্রক্রিয়ার পরিকল্পনা রয়েছে। যারা কর্মক্ষমতা হারিয়েছেন, তাদের জন্য সম্মানী দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান নিয়ে যাতে কোনো অস্পষ্টতা না থাকে, এজন্য যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে ৮০০-এর বেশি শহীদের তালিকা চূড়ান্ত করা হয়েছে এবং ২৪ হাজারের বেশি আহতের তথ্য সংগ্রহ করা হয়েছে। আগামী নভেম্বরের মধ্যেই চূড়ান্ত তালিকা প্রকাশের লক্ষ্য রাখা হয়েছে।