প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১:২৫
লালমনিরহাটে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ ঘোষিত জেএমবির দুই সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালত। এছাড়াও অপর চার আসামিকে এই মামলায় খালাস প্রদান করা হয়েছে।
রবিবার দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান এই রায় দেন। সন্ত্রাস বিরোধী আইনে মামলায় যাবজ্জীবন প্রাপ্তরা হলেন-হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের কোরবান আলীর ছেলে রাকিবুল ইসলাম ওরফে রাকিব , একই উপজেলার সিন্দুর্না ইউনিয়নের মোঃ আমিনুর রহমানের ছেলে মোঃ নাহিদ হাসান ওরফে নাহিদ বাবু। সন্ত্রাস বিরোধী আইনে ১৪ বছর সশ্রম কারাদণ্ডসহ অপর দুটি ধারায় ১৪বছর করে সশ্রম কারাদন্ডে দণ্ডিত করেন এবং প্রত্যেককে ২০০০ অর্থ দন্ডে দণ্ডিত করেন। ওপর চার আসামিদের বেকুসুর খালাস প্রদান করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৮ আগষ্ট গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট ডিবি পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে রাতে লালমনিরহাট হাতীবান্ধা উপজেলায় তাদের বসতভিটায় রাষ্ট্র বিরোধী গোপন বৈঠকচলাকালে আসামিদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু জেহাদি বই,মোবাইল, সীমকার্ড উদ্ধার করা হয়।
আদালতে জঙ্গিদের হাজির করার সময় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয় পুলিশ!