প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৯
কোনো ট্যাগ পাওয়া যায়নি
ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা মিথ্যা অভিযোগে গ্রেফতার করানোর হুমকি, প্রকৌশল অধিকার আন্দোলনের অপপ্রচার, ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড এবং অযৌক্তিক তিন দফা দাবির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
সকালে শিক্ষার্থীরা ইনস্টিটিউটের মূল ফটকের সামনে সমবেত হয়ে বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি পাশের আঞ্চলিক সড়ক ঘুরে পুনরায় মূল ফটকের সামনে এসে শেষ হয়। এতে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে চলমান পরিস্থিতির প্রতিবাদ জানান।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রকৌশল অধিকার আন্দোলনের পক্ষ থেকে নানা ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে যা শিক্ষার্থীদের পড়াশোনা ও ভবিষ্যৎকে বিপন্ন করছে। তারা মনে করেন, এসব কর্মকাণ্ড শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ নষ্ট করছে।
তারা বলেন, অযৌক্তিক তিন দফা দাবি কোনভাবেই মেনে নেওয়া হবে না। এসব দাবি শুধু বিভ্রান্তি সৃষ্টির জন্য করা হচ্ছে। এ সময় তারা এসব দাবি অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানান।
শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে গ্রেফতারের হুমকি দেওয়া হচ্ছে যা ছাত্রদের আতঙ্কিত করে তুলছে। তারা এসব হুমকির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। অন্যথায় তারা আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবেন।
তারা দশম গ্রেডের বিষয়টি কারো হাতে ছেড়ে না দেওয়ারও দাবি জানান। তাদের দাবি, কারিগরি শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের অধিকার রক্ষায় সরকার ও প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা ঘোষণা দেন যে, প্রয়োজনে তারা বড় ধরনের কর্মসূচি গ্রহণ করবেন। তারা প্রশাসনকে সতর্ক করে বলেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবি অগ্রাহ্য করলে এর দায়ভার কর্তৃপক্ষকেই নিতে হবে।