প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির মনোনীত সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা নিয়ে আর কোনো বাধা থাকল না। বুধবার আপিল বিভাগ এক আদেশে জানিয়েছেন, তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুনানি শেষে এই আদেশ আসে। আদালত একইসঙ্গে জানিয়েছেন, ঘোষিত তফসিল অনুযায়ী ৯ সেপ্টেম্বরেই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলে পূর্বে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ কার্যকর থাকল না।
এদিন শুনানিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আইনজীবী শিশির মনির বলেন, প্রার্থিতা বাতিল হওয়ার বিষয়টি রাজনৈতিক কারণে নয়। তিনি দাবি করেন, শুধুমাত্র ছাত্রলীগ করার কারণে কারও প্রার্থিতা বাতিল হয়েছে—এমন তথ্য সঠিক নয়। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
ডাকসু নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে ছাত্রদল, ছাত্রশিবির, বামপন্থি সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন নিজেদের প্যানেল ঘোষণা করেছে। পূর্ণাঙ্গ ও আংশিক মিলিয়ে এবার মোট ১০টি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ডাকসুর ২৮টি কেন্দ্রীয় পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ১৮টি আবাসিক হলের ১৩টি পদে এক হাজার ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে এবারের নির্বাচন ব্যাপক প্রতিযোগিতামূলক আকার ধারণ করেছে।
এর আগে গত ৪ আগস্ট হাইকোর্টে ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেছিলেন অপরাজেয় ৭১-অদম্য ২৪ প্যানেলের প্রার্থী বি এম ফাহমিদা আলম। তিনি অভিযোগ করেন, ফরহাদ পূর্বে ছাত্রলীগের কমিটিতে ছিলেন। এরপর তিনি কীভাবে ইসলামী ছাত্রশিবিরের মনোনীত প্রার্থী হলেন—এ নিয়ে প্রশ্ন তোলা হয়।
অপরাজেয় ৭১-অদম্য ২৪ প্যানেলে অংশ নিচ্ছে তিনটি বাম সংগঠন। এর মধ্যে রয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং বাংলাদেশ জাসদের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ (বিসিএল)। তারা সমন্বিতভাবে এবারের নির্বাচনে লড়ছে।
ছাত্রশিবিরের পক্ষ থেকে এবারের ডাকসু নির্বাচনে ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাদিক কায়েম এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদ। আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে এই দুই প্রার্থীসহ অন্যদের প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে বহু প্রতীক্ষিত ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।