দৌলতদিয়ায় দালাল চক্রের ১১ সদস্যকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ২৬শে জানুয়ারী ২০২২ ০৮:৫৯ অপরাহ্ন
দৌলতদিয়ায় দালাল চক্রের ১১ সদস্যকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট থেকে ফেরিতে ট্রাক পারাপারের দালাল চক্রের ১১ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।


মঙ্গলবার (২৫ জানুয়ারী) রাতে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম এর নেতৃত্বে দৌলতদিয়া ঘাটের বিভিন্ন জায়গা থেকে তাদের আটক করা হয়।


আটককৃতরা হলেন- গোয়ালন্দ উপজেলার শাহাদৎ মেম্বার পাড়া গ্রামের মো. মাজেদ বেপারী (৪২), সিদ্দিক কাজীর পাড়া গ্রামের মো. আঃ মান্নান কাজী (৩২), মজিদ শেখের পাড়া গ্রামের মো. শাহিন মন্ডল (৩১), হাতেম মন্ডল পাড়া গ্রামের সুলতান মন্ডল (৩৫), ফেলু মোল্লার পাড়া গ্রামের মো. আলআমিন শেখ (২৩), সিদ্দিক কাজীর পাড়া গ্রামের মো. আফজাল ফকির (২২), নুরু মন্ডল পাড়া গ্রামের মো. ফিরোজ প্রামনিক (২৫), বাহিরচর দৌলতদিয়া গ্রামের মো. লিটন শেখ (২৪), সাহাদৎ মেম্বার পাড়া গ্রামের মো. সোহান (২২), আইনদ্দিন বেপারী পাড়া গ্রামের মো.শহিদুল ইসলাম (৩৮), হাতেম মন্ডল পাড়া গ্রামের মো. সবুজ মোল্লা (৩১)।


আটককৃতদের বুধবার সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৫হাজার করে জরিমানা প্রদান করেন।


উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম জানান, আটককৃতরা দৌলতদিয়া ঘাটে ফেরিতে ট্রাক পারাপারের দালাল চক্রের সক্রিয় সদস্য। তারা ঘাটে সিরিয়ালে আটকে পড়া বিভিন্ন যানবাহন দ্রুত ফেরিতে উঠিয়ে দেওয়ার কথা বলে চালকদের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।