২৪ ঘণ্টা না যেতেই জামিন পেলেন এবি ব্যাংকের ডিএমডি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার ৫ই অক্টোবর ২০২১ ০৮:১০ অপরাহ্ন
২৪ ঘণ্টা না যেতেই জামিন পেলেন এবি ব্যাংকের ডিএমডি

গ্রেফতার হবার ২৪ ঘন্টা না যেতেই জামিন পেলেন প্রতারণার মামলায় গ্রেফতার এবি ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডিএমডি) আব্দুর রহমান। মঙ্গলবার (৫ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি এ আদেশ দেন। 


এদিন বিকেলে আব্দুর রহমানকে আদালতে হাজির করে পুলিশ। পরে আসামিপক্ষ জামিনের আবেদন করেন। এর শুনানি শেষে তাকে জামিন দেয়া হয়। 


পরে এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমানকে আদালত থেকেই মুক্তি দেয়া হয়। এর আগে সকালে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 


বজলুর রহমান নামের এক ব্যক্তির টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়। ওই মামলায় আব্দুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।