বরিশালে লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। আজ মঙ্গলবার (১৩ জুলাই) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মহিউদ্দিন আল হেলাল নগরীর বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করেন।
এসময় বিধিনিষেধ অমান্য করায় ৪ ব্যক্তি এবং ৪ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার ৮শ টাকা জরিমানা করা হয়েছে।
করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি নিশ্চিতের লক্ষ্যে সকাল সাড়ে ৯ টা থেকে অভিযান পরিচালনা শুরু করেন ভ্রাম্যমাণ আদালত। যা চলে বেলা দেড়টা পর্যন্ত। এই সময়ে নগরীর বাংলাবাজার, রুপাতলী এবং আমতলা মোড় এলাকায় অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মাইনুদ্দিন আল হেলাল।
অভিযানে স্বাস্থ্যবিধি এবং ঘোষিত বিধিনিষেধ উপেক্ষা করায় ৪ ব্যক্তি এবং ৩ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার ৮শ টাকা জরিমানা বাবদ তাৎক্ষণিক আদায় করা হয়েছে।
এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ফিজিশিয়ান স্যাম্পল রাখার অভিযোগে একটি ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন বিজিবির সদস্যরা। এছাড়া রোভার স্কাউটের সদস্যরা স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।