বাকেরগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার ২৪শে মে ২০২১ ০৪:৩০ পূর্বাহ্ন
বাকেরগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে থানায় মামলা

বাকেরগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে ১২জনকে আসামী করে থানায় মামলা দায়েরের অভিযোগ উঠেছে। মামলায় উপজেলার বঙ্গশ্রী  ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের বাসিন্দা বাদল  খলিফা সহ তাদের আত্মীয়-স্বজন ও পরিবারের সদস্য সহ বাকেরগঞ্জ থানায় ১২জনকে আসামি করে মামলা দায়ের করেন একই এলাকার বাসিন্দা মামলাবাজ বাদী আনিসুর রহমান বিশ্বাস মিন্টু । এলাকায় ক্ষমতার দাপট দেখিয়ে নিরীহ ব্যক্তিদেরকে মামলা দিয়ে হয়রানি এবং মারধর করায় চাপা ক্ষোভ বিরাজ করছে।


অভিযোগ সূত্রে জানা গেছে, যুবলীগের কেন্দ্রীয় নেতা বিশ্বাস মতিউর রহমানের ছোট ভাই বিএনপি নেতা তৎকালীন বিএনপি'র সাবেক এমপি আবুল হোসেনের সহযোদ্ধা আনিসুর রহমান বিশ্বাস মিন্টু বিশ্বাস এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে হিন্দু বাড়ির জমি দখল এবং তাদেরকে মারধর করে এলাকাছাড়া করেছে । বর্তমানে বাদল খলিফা, মান্নান খলিফা, বাবুল খলিফা, মোতাহার খলিফা, শাকিল, শাকিব ,নাসির খলিফা, মশিউর খলিফা, মামুন খলিফা  ,কাউসার খলিফা, হুমায়ুন খলিফা, পারভেজ খলিফা, বজলু খলিফা ,এদের বিরুদ্ধে মামলা দেওয়ায় যেকোনো মুহূর্তে সংঘর্ষের আশঙ্কা রয়েছন‌্য। 


উল্লেখ্য বাদলের সাথে নান্না বিশ্বাসের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে নান্না বিশ্বাস হঠাৎ করে বাদলকে বেধড়ক মারধর করে। এমনকি ঘটনাটি ধামাচাপা দিতে উল্টো বাদলের পরিবারসহ ১২জনকে আসামি করে মামলা দায়ের করে । 



ভুক্তভোগী বাদল জানান, আউলিয়াপুর এর বাসিন্দা অফের উদ্দিন ফকির মারা যাওয়ার আগে এক লক্ষ বিশ হাজার টাকা মিন্টু বিশ্বাসের কাছে রেখে দেন ওই টাকা মিন্টু বিশ্বাস অস্বীকার করে। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বাদলকে প্রাণে মেরে ফেলার জন্য বিশ্বাস গ্রুপ উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ করেন বাদল । 


ভুক্তভোগী বাদল আরো জানান, বর্তমানে তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে ।  তাই সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পেতে মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ও প্রশাসনের উপরোক্ত কর্মকর্তার দৃষ্টি কামনা করেছেন তিনি।