টাঙ্গাইলে যমুনার পানি বৃদ্ধি, বন্যা পরিস্থিতির অবনতি

নিজস্ব প্রতিবেদক
মির্জা শহিদুজ্জামান দুলাল, জেলা প্রতিনিধি, টাঙ্গাইল:
প্রকাশিত: রবিবার ১৯শে জুন ২০২২ ০৪:৪২ অপরাহ্ন
টাঙ্গাইলে যমুনার পানি বৃদ্ধি, বন্যা পরিস্থিতির অবনতি

টাঙ্গাইলের যমুনা নদীতে কয়েক দিন ধরে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এর ফলে জেলার ১২ টি উপজেলার নিম্নাঞ্চলে দ্রুত গতিতে পানি প্রবেশ করতে শুরু করেছে। পানির তীব্র স্রোত ও বৃষ্টির কারনে শহরের আশেপাশের ছোট-বড় রাস্তা-ঘাট ভাঙতে শুরু করেছে। এ ছাড়াও  বৃদ্ধি পাচ্ছে অন্যান্য নদ-নদীর পানিও। আতঙ্কে দিন কাটছে নিম্নাঞ্চলের মানুষদের।  

 

শনিবার (১৮ জুন) সকাল থেকে সন্ধ্যা ৬ টায় পর্যন্ত ১০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় যমুনা নদীর পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিপৎসীমা অতিক্রম করায় বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। 


টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ভূঞাপুর, টাঙ্গাইল সদর ও কালিহাতী উপজেলার কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। একই সঙ্গে তলিয়ে গেছে কয়েক হাজার একর জমির পাট, আউশ ধান, তিল, বাদামসহ বিভিন্ন ফসল। তবে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভূঞাপুর, কালিহাতী ও টাঙ্গাইল সদর উপজেলার কয়েকটি এলাকায় এরই মধ্যে ভাঙন দেখা দিয়েছে।