বাউফলে ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ , পুলিশ হেফাজতে ২

নিজস্ব প্রতিবেদক
রাকিবুল ইসলাম তনু, জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: সোমবার ২৪শে ফেব্রুয়ারি ২০২৫ ১১:৩৭ পূর্বাহ্ন
বাউফলে ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ , পুলিশ হেফাজতে ২

পটুয়াখালীর বাউফলে এক মর্মান্তিক ঘটনায় স্থানীয় স্কুলছাত্রীকে স্প্রে ব্যবহার করে অচেতন করে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। গত শনিবার রাতে বাউফল উপজেলার চন্দ্রদীপ ইউনিয়নের একটি বাড়িতে এই ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, দুর্বৃত্তরা জানালা দিয়ে স্প্রে করে পরিবারের সদস্যদের অচেতন করে ঘরে প্রবেশ করে এবং মেয়েটিকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। 


ভুক্তভোগীর মা জানান, দুর্বৃত্তরা ঘরের পেছনের বেড়া ভেঙে ভিতরে প্রবেশ করে এবং অচেতন অবস্থায় তার মেয়েকে তুলে নিয়ে বাড়ির কাছে একটি বিলে ধর্ষণ করে। মেয়েটির হাত-পা বেঁধে এবং মুখে গামছা দিয়ে তাকে নিয়ে যাওয়া হয়। মেয়েটি তাদের হাত-পা ধরে প্রাণভিক্ষা চাইলেও তারা তা উপেক্ষা করে। ঘটনার পর মেয়েটিকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং পরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে স্থানান্তর করা হয়। 


পুলিশ ঘটনাস্থল থেকে বেল্লাল হোসেন (২৪) ও ফয়সাল আহমেদ (২২) নামে দুই যুবককে আটক করেছে। ভুক্তভোগীর দাদি জাকিয়া বেগম বলেন, তার নাতির ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তিনি। তিনি সরকারের কাছে এই ঘটনার দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। 


বাউফল থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন জানান, মৌখিক অভিযোগের ভিত্তিতে দুই সন্দেহভাজনকে আটক করা হয়েছে। ভুক্তভোগী বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। 


স্থানীয়রা এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত বিচার দাবি করেছেন। তারা বলেছেন, এমন ঘটনা যেন আর না ঘটে, সে জন্য কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। পুলিশ ও প্রশাসনের কাছে তারা ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।