https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

পদ্মায় ফেরি চলাচল ব্যহত, যানবাহনের দীর্ঘ সারি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২১, ২:১৯

শেয়ার করুনঃ
পদ্মায় ফেরি চলাচল ব্যহত, যানবাহনের দীর্ঘ সারি

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে পদ্মাও যমুনা নদীর তীব্র স্রোতে ফেরি চলাচলে দ্বিগুন সময় লাগায় যানবহন পারাপার ব্যাহত হচ্ছে। ফলে দৌলতদিয়া প্রান্তে প্রায় ৭ শতাধিক যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক ফেরি পারের অপেক্ষায় আটকা রয়েছে। 

অপর দিকে পদ্মা নদীর পানি গত ২৪ ঘন্টায় ৫ সে:মি: বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৭৪ সে:মি: ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির ফলে নিম্ন অঞ্চল প্লাবিত হচ্ছে। প্রতিদিনই  ঘাট এলাকায় নদী ভাঙ্গনের সৃষ্টি হচ্ছে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এ ছাড়াও বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ( মাওয়া) ফেরি চলাচল বন্ধ থাকায় ওই নৌরুটের যানবহন এই রুট দিয়ে চলাচল করায় ঘাটে প্রতিনিয়ত  তৈরি হচ্ছে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী যানবাহনের লম্বা সারি। প্রতিটি অপচনশীল পণ্যবাহী ট্রাক ফেরি পেতে অপেক্ষা করতে হচ্ছে ২থেকে ৩দিন পর্যন্ত।

শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিন দেখা যায়, দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ পদ্মার মোড় পর্যন্ত ৫ কিলোমিটার এলাকায় প্রায় ৫ শতাধিক যাত্রীবাহী বাস ও পণ্যবাহী  ট্রাকের দীর্ঘসারি সৃষ্টি হয়েছে। এ ছাড়া একই ভাবে ঘাট থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড় থেকে আহলাদিপুর বাজার পর্যন্ত ২ শতাধিক অপচনশীল পণ্যবাহী ট্রাক সিরিয়ালে আটকে রাখা হয়েছে । তবে এ সময় বাস ও কাঁচামাল বোঝাই ট্রাকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পার হতে দেখা যায়।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

যশোর থেকে ছেড়ে আসা পণ্যবাহী ট্রাক চালক রফিকুল ইসলাম বলেন, গোয়ালন্দ মোড়ে দিয়ে তিন দিন অপেক্ষার পর আজ ঘাটে এসেও সিরিয়ালে আটকে আছি। এখনো ফেরির দেখা পেলাম না। আমার সামনে প্রায় ৩শতাধিক যানবাহন রয়েছে। কখন ফেরির দেখা পাব বুঝতে পারছিনা। এদিকে মোড়ে খোলা সড়কে রাত কাটাতে নানা ধরনের বিড়ম্বনার সম্মুখীন হতে হয়। খাবার, পানি ও টয়লেটের জন্য বেশি সমস্যায় পড়েছিলাম।

জেলা ট্রাফিক পুলিশ ইন্সেপেক্টর (টিআই) তারক চন্দ্র পাল বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পদ্মা-যমুনার পানি বৃদ্ধি পেয়ে তীব্র স্রোতের সৃষ্টি হচ্ছে। যে কারণে প্রচন্ড স্রোতের বিপরীতে নৌরুটের ফেরিগুলোর স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। এতে করে ফেরি চলাচলে স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুন সময় লাগায় যানবাহনের সিরিয়াল সৃষ্টি হয়েছে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. শিহাব উদ্দিন বলেন, বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে যাবাহনের চাপ দ্বিগুন বেড়ে যাওয়ায় ঘাটে যানবাহনের সারি সৃষ্টি হয়েছে। বর্তমান এ নৌরুটে ছোট বড় মিলিয়ে ১৭টি ফেরি চলাচল করছে। তবে দূর্ভোগ কমাতে যাত্রীবাহী বাস ও কাঁচামালের ট্রাকগুলো অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

আজমিরীগঞ্জে পানির সংকট: জনগণের দুর্ভোগ চরমে

আজমিরীগঞ্জে পানির সংকট: জনগণের দুর্ভোগ চরমে

তীব্র তাপদাহে আজমিরীগঞ্জ উপজেলায় পানির সংকট বেড়ে গেছে। দিন দিন ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় উপজেলার অধিকাংশ সাধারণ পাম্প ও টিউব ওয়েল থেকে পানি উঠছে না। এ কারণে উপজেলার মানুষের মধ্যে সুপেয় পানির জন্য চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। খাল-নালা এবং বেশিরভাগ পুকুর ও জলাশয়ের ভরাট হওয়ায় পানি সংকটের সমস্যা আরও ঘনীভূত হয়েছে। স্থানীয়দের মতে, দাবদাহ, বৃষ্টি না হওয়া, পুকুর

ঈদের ছুটির শেষ দিনে জামালপুরে বাস সংকট, ভাড়া দ্বিগুণ

ঈদের ছুটির শেষ দিনে জামালপুরে বাস সংকট, ভাড়া দ্বিগুণ

আজ ঈদের ছুটির শেষ দিন হওয়ায় জামালপুর বাসটার্মিনালে হাজারো মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। ছুটি শেষে কাল থেকে দেশের সকল অফিস-আদালত, পোশাক কারখানা এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান খুলে যাচ্ছে। ফলে রাজধানী ঢাকা ও অন্যান্য বড় শহরের উদ্দেশ্যে ছুটে আসা যাত্রীদের জন্য বাসের চাহিদা অনেক বেশি হলেও বাসের সংখ্যা ছিল কম, যার ফলে যাত্রীদের ভোগান্তি বেড়ে গেছে। জামালপুর বাসটার্মিনালে সকাল থেকেই

আজমিরীগঞ্জ-মিঠামইন কাঁচা বাঁধে জনগণের দুর্ভোগ

আজমিরীগঞ্জ-মিঠামইন কাঁচা বাঁধে জনগণের দুর্ভোগ

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার রসুলপুর গ্রাম এবং কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বাহেরচর গ্রাম সংযোগের একমাত্র পথ হচ্ছে বছিরা নদীর উপর নির্মিত একটি কাঁচা বাঁধ। এটি একটি অস্থায়ী ব্যবস্থা, যেখানে নদীর তলদেশে মাটি ফেলে বাঁধ তৈরি করা হয়েছে এবং পানি প্রবাহের জন্য কিছু জায়গা খোলা রাখা হয়েছে। কিন্তু এই ব্যবস্থা স্থানীয় জনগণের দৈনন্দিন যাতায়াতের জন্য অত্যন্ত অপ্রতুল এবং দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ

জামালপুরে দ্বিতীয় দিনের গণপরিবহন ধর্মঘট, যাত্রীদের দুর্ভোগ

জামালপুরে দ্বিতীয় দিনের গণপরিবহন ধর্মঘট, যাত্রীদের দুর্ভোগ

জামালপুরে মঙ্গলবার (০৪ মার্চ) থেকে দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে গণপরিবহন ধর্মঘট। এতে শহরের সাধারণ মানুষ ও যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। সকাল থেকে সকল ধরনের গণপরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে, যা সাধারণ মানুষের চলাচল কার্যত অচল করে দিয়েছে। সোমবার (০৩ মার্চ) দুপুর থেকেই বাস এবং সিএনজি চলাচল বন্ধ রাখা হয়েছিল। ধর্মঘটের কারণে জামালপুরের সড়ক যোগাযোগে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে এবং

শ্রীমঙ্গলে লেবু, কলা, শশা ও ফলের বাজারে আগুন

শ্রীমঙ্গলে লেবু, কলা, শশা ও ফলের বাজারে আগুন

পবিত্র রমজান মাসে বিশ্বের বিভিন্ন দেশে নিত্যপ্রয়োজনীয়সহ বিভিন্ন পণ্যের ওপর নানা ধরণের ছাড় দেওয়া হলেও ব্যতিক্রম শুধু বাংলাদেশ। এই মাসকে ঘিরে দেশের অতি মোনাফালোভী ব্যবসায়ীরা সিন্ডিকেট করে নিত্যপণ্যসহ বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে দেন। এবারের রমজানেও বাজারে একই চিত্র বিরাজ করছে। রমজানের শুরুতেই চারগুণ বেড়েছে লেবুর দাম। ফলে ইফতারের সময় লেবুর শরবতে গলা ভেজাতে কষ্ট হচ্ছে নিন্ম ও মধ্যভিত্ত অনেক রোজাদারের।   দুই