নওগাঁর ধামইরহাটে পৌরসভার শহর সমন্বয় কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ সেপ্টেম্বর বেলা ১১ টায় ধামইরহাট পৌরসভার আয়োজনে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র সহযোগিতায়, সুইজারল্যান্ডের অর্থায়নে এবং ওয়াটারএইড ও সুইসকন্টাক্ট বাংলাদেশের কারিগরি সহযোগিতায় উপজেলা অডিটোরিয়ামে শহর সমন্বয় কমিটির ত্রৈমাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান।
সভায় পৌর প্রশাসক ও ইউএনও শাহরিয়ার রহমান বলেন “নিজ শহরের পরিবেশগত উন্নয়ন এবং বিভিন্ন সমস্যা সমাধানের জন্য নিজ উদ্যোগে দায়িত্ব পালন করা উচিত। সরকারি প্রতিষ্ঠানের অব্যবহৃত ভূমি নির্ধারন অথবা পৌরসভা নিজ উদ্যোগে জমি ক্রয় করে তা বর্জ্য ব্যবস্থাপনার জন্য ল্যান্ড ফিল্ড স্থাপনের দ্রুত ব্যবস্থা গ্রহন করতে হবে, সেক্ষেত্রে আমাদের সবার উদ্যোগে গ্রহণ করতে হবে।” তিনি তার বক্তব্যে পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনার উপর গুরুত্বারোপ করেন।’
এ সময় উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. আশিষ কুমার সরকার, ওসি ঈমার জাফর, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, ইএসডিওর প্রকল্প ব্যবস্থাপক পজিদুর রহমান,, পৌর-নির্বাহী কর্মকর্তা সজল কুমার সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ, যুব, নাগরিক সমাজ, ব্যবসায়ী সংগঠন, সাংবাদিক, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধি ও ইএসডিও’র কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত সভায় পৌর এলাকার সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত উন্নয়নে শহর সমন্বয় কমিটির ত্রৈমাসিক সভার তাৎপর্য গুরুত্বের সাথে আলোচনা হয়। বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিবৃন্দ, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ তাদের নিজস্ব ওয়ার্ডের পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা, সড়ক বাতি ব্যবস্থাপনার কথা জোড়ালো ভাবে উপস্থাপন করেন।