সৌদি আরবে চালু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ২রা সেপ্টেম্বর ২০২০ ০৮:৩২ অপরাহ্ন
সৌদি আরবে চালু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট

সৌদি সিভিল এভিয়েশন জেনারেল কর্তৃপক্ষ জানালেন, করোনা সংকটের কারণে আটকে থাকা প্রবাসীরা সৌদি আরবে ফিরে আসার সুযোগ পাচ্ছে।তবে নির্দিষ্ট কোন তারিখ বেঁধে দেয়নি কবে থেকে ফিরে আসতে পারবে, তবে করোনা ভাইরাসে সৌদিতে আক্রান্তের সংখ্যা কমে আসাতে ধারণা করা যাচ্ছে খুব শিগগিরই আন্তর্জাতিক ফ্লাইট চালু হচ্ছে।সৌদি আরব ফিরে আসার জন্য ২৫ টি দেশের মধ্যে বাংলাদেশের নাম রয়েছে।পার্শ্ববর্তী দেশ ভারত,পাকিস্তান,নেপাল, শ্রীলংকার সহ আরো কয়েকটি দেশ এই সুযোগ পাচ্ছে না।

তবে সেক্ষেত্রে সৌদি সরকারের দেওয়া ৭ টি দিক নির্দেশনাঃ

১- সৌদি আরব ভ্রমন করতে হলে আপনাকে সৌদি স্বাস্থ্য মন্তনালয়ের ওয়েব সাইট থেকে একটি ফরম পুরন করে তার মধ্যে বিস্তারিত তথ্য লিখে নিচে স্বাক্ষর করতে হবে এবং আসার সময় এয়ারপোর্টে স্বাস্থ্য মন্ত্রনালয়ের নিদ্বারিত ডেস্কে জমা দিতে হবে।

২- ভ্রমন করার ৭দিন পূর্বে হতে আপনাকে কোয়ারেন্টান করতে হবে পিসিআর দেওয়ার ৪ দিন আগে থেকে এবং পিসিআর রিপোর্ট পাওয়ার ৩ দিন পর পর্যন্ত।

৩- আপনাকে সৌদি আরবরে টাটামন এবং তাওয়াক্বালনা এ্যাপস ডাউনলোড করে নিবন্ধন করতে হবেভ্রমন করার ৮ ঘন্টা আগে আপনাকে টাটামন এ্যাপের মাধ্যমে বাড়ির লোকেশন দিতে হবে।

৪- আপনাকে কভিড ১৯ চিন্হ সম্পর্কে অবগত থাকতে হবে যদি কোন চিহ্ন দেখা দেয় তাহলে সরাসরি ৯৩৭ নাম্বারে ফোন করতে হবে অথবা সাধারন স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে চিকিৎসা নিতে হবে।

৫- আপনাকে টাটামন এ্যাপসের মাধ্যমে প্রতিদিনের স্বাস্থ্যের অবস্থা জানাতে হবে এবং আপনি কোয়ারেন্টাইন থাকাকালীন সৌদি স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশিত ফরম অনুযায়ী পদক্ষেপ গ্রহন করতে হবে এবং,

আপনার টিকেট সম্পর্কে এবং আরও বিস্তারিত তথ্য জানতে https://bit.ly/34Vzdhi