প্রকাশ: ৩১ আগস্ট ২০২০, ১৯:৪৭
সাবেক লেবানিজ প্রধানমন্ত্রীদের একটি প্রভাবশালী দল দেশের পরবর্তী সরকারের প্রধান হিসেবে বেছে নিয়েছে স্বল্প পরিচিত কূটনীতিক মুস্তাফা আদিবকে। সোমবার মনোনয়ন প্রক্রিয়ার মধ্যে তার নিয়োগ নিশ্চিত করা হবে। খবর আল জাজিরার।রবিবার মিলিত হয়েছিল ওই গ্রুপটি। তাদের পক্ষে বক্তব্য রাখা ফুয়াদ সিনিওরা বলেছেন, আদিবের উচিত হবে আর্থিক সংকট ও বৈরুত বিস্ফোরণের পর ভেঙে পড়া লেবাননের সংস্কারে দ্রুত একটি সরকার গঠন করা। গত ৪ আগস্ট বৈরুতে অনিরাপদে মজুদ থাকা প্রায় আড়াই হাজার টন অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরিত হয়ে ১৯০ জন মারা যান।
আদিবকে নিয়োগ দেওয়া হচ্ছে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোনের এক মাসে দ্বিতীয়বার লেবানন সফরের আগে। লেবাননের সংস্কারে ফ্রান্সের রাষ্ট্রপ্রধানের এই সফর আন্তর্জাতিক সমর্থনের দুয়ার খুলবে বলে মনে করা হচ্ছে। টুইটারে লেবানিজ বিশ্লেষক করিম মাকদিসি বলেছেন, ‘এটা হতে যাচ্ছে ম্যাক্রনের জন্য একটা উপহার, ভালোবাসা রইল।’