প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারীতে পৃথিবী যেন আজ মৃত্যুপুরী। প্রতিদিনই এ ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। ৩১ জুলাই, শুক্রবার সকাল পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ৬ লাখ ৭৬ হাজার ছাড়িয়ে গেছে। আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ কোটি ৭৪ লাখ ৬৬ হাজার।
ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, শুক্রবার সকাল পর্যন্ত করোনায় ৬ লাখ ৭৬ হাজার ৪৯৭ জনের মৃত্যু হয়েছে। এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ কোটি ৭৪ লাখ ৬৬ হাজার ৭২৯ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৯ লাখ ৩৩ হাজার ৭১৭ জন।
করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে শীর্ষ অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার ২৮৫ জন। আর আক্রান্ত হয়েছেন ৪৬ লাখ ৩৪ হাজার ৯৮৫ জন। এর পরেই অবস্থানেই রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ২৬ লাখ ১৩ হাজার ৭৮৯ জনে পৌঁছেছে। আর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯১ হাজার ৩৭৭ জনে।
যুক্তরাজ্যে এ পর্যন্ত ৪৫ হাজার ৯৯৯ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ২ হাজার ৩০১ জন। আর ইতালিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ১৩৫ জন। আর সংক্রমিত হয়েছেন ২ লাখ ৪৭ হাজার ১৫৮ জন।
ইউরোপের আরেক দেশ স্পেনে মৃতের সংখ্যা ২৮ হাজার ৪৪৩ জনে দাঁড়িয়েছে। আর আক্রান্ত হয়েছে ৩ লাখ ৩২ হাজার ৫১০ জন। এছাড়াও ফ্রান্সে করোনায় মৃতের সংখ্যা ৩০ হাজার ২৫৪ জনে দাঁড়িয়েছে। আর আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ৮৬ হাজার ৫৭৩ জন।
মেক্সিকোতে করোনায় আক্রান্তের সংখ্যা ৪ লাখ ১৬ হাজার ১৭৯ জনে দাঁড়িয়েছে। দেশটির এ পর্যন্ত ৪৬ হাজার মৃত্যু হয়েছে। আর দক্ষিণ আফ্রিকায় আক্রান্ত হয়েছে ৪ লাখ ৮২ হাজার ১৬৯ জন। দেশটিতে এ পর্যন্ত ৭ হাজার ৮১২ জনের মৃত্যু হয়েছে। পেরুতে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ৪ লাখ ৬৮৩ জন। দেশটিতে মৃত্যু হয়েছে ১৮ হাজার ৮১৬ জনের। আর চিলিতে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৫৩ হাজার ৫৩৬ জনে দাঁড়িয়েছে। দেশটিতে মারা গেছে ৯ হাজার ৩৭৭ জন।
রাশিয়াতে করোনায় আক্রান্ত হয়েছে ৮ লাখ ৩৪ হাজার ৪৯৯ জন। আর এখন পর্যন্ত এই ভাইরাসে মৃত্যু হয়েছে ১৩ হাজার ৮০২ জনের। জার্মানিতে আক্রান্ত হয়েছে ২ লাখ ৯ হাজার ৬৫৩ জন। আর মৃতের সংখ্যা ৯ হাজার ২২১ জনে দাঁড়িয়েছে। তুরস্কে করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ২৯ হাজার ৮৯১ জন। আর প্রাণহারিয়েছেন ৫ হাজার ৬৭৪ জন। ইরানে আক্রান্ত হয়েছে ৩ লাখ ৫ হাজার ৫৩০ জন। আর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৫৬৯ জন।
এদিকে ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৩৯ হাজার ৩৫০ জনে দাঁড়িয়েছে। দেশটিতে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ হাজার ৭৮৬ জন। বাংলাদেশে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩৪ হাজার ৮৮৯ জনে পৌঁছেছে। আর মৃতের সংখ্যা ৩ হাজার ৮৩ জনে দাঁড়িয়েছে।