প্রকাশ: ২৮ জুলাই ২০২০, ১৫:৪৪
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিশ্বজুড়ে চলা ভ্রমণে সীমাবদ্ধতা দীর্ঘস্থায়ী কোনো সমাধান নয় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ভ্রমণ নিষেধাজ্ঞা দীর্ঘস্থায়ী কৌশল হিসেবে এটি উপযুক্তও নয়। করোনা ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মুখ ঢেকে রাখার মতো প্রমাণিত কৌশলগুলো কাজে লাগানো উচিত।খবর রয়টার্সের।অনির্দিষ্টকাল ভ্রমণ নিষেধাজ্ঞা জারি না করে স্বাস্থ্যবিধি অনুসরণ করে দেশগুলোকে ভাইরাসটির বিস্তার ঠেকানোর কৌশল গ্রহণের পরামর্শ দিয়েছে জাতিসংঘের এই অঙ্গ সংস্থাটি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেয়েসুস বলেন, মাস্ক পরা, জনসমাগম এড়িয়ে চলা থেকে শুরু করে কঠোর স্বাস্থ্যবিধিগুলো মানার মাধ্যমেই কোভিড-১৯ মহামারিকে হারানোর পথ পেতে পারে বিশ্ব। কিন্তু অনির্দিষ্টকাল ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা কোনো সমাধান নয়।