চীন ঘোষণা করেছে যে, চেংদু শহরে অবস্থিত মার্কিন কনস্যুলেট আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। এরইমধ্যে মার্কিন কনস্যুলেট ভবনের নিয়ন্ত্রণ চীনা কর্তৃপক্ষ নিয়েছে।চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোমেসি অফিস থেকে জানানো হয়েছে, আজ সকাল দশটায় চীনের অনুরোধে মার্কিন কনস্যুলেট আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হয়।
এরপর চীনের সরকারি কর্মকর্তারা ভবনটির সামনের প্রবেশদ্বার দিয়ে ভেতরে প্রবেশ করেন এবং এর নিয়ন্ত্রণ গ্রহণ করেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ও কনস্যুলেট বন্ধ হওয়ার তথ্য নিশ্চিত করেছে।সোমবার সকালে তিনটি ট্রাক চেংদু র মার্কিন কনস্যুলেট ভবনের কাছে আসে এবং কয়েক ঘণ্টা পর সেগুলো সেখানকার জিনিসপত্র নিয়ে বেরিয়ে যায়। তার আগে মার্কিন কনস্যুলেট ভবন থেকে আমেরিকার পতাকা নামিয়ে নেয়া হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।