প্রকাশ: ১ অক্টোবর ২০২৫, ১৭:৩৭
দিনাজপুরের হিলি উপজেলায় টানা তীব্র গরমের সঙ্গে ঘন ঘন লোডশেডিং জনজীবনকে চরম বিপর্যয়ের মুখে ফেলেছে। প্রতিদিন সকাল থেকে রাত অবধি বিদ্যুতের আসা-যাওয়ার খেলায় মানুষ পড়েছে সীমাহীন দুর্ভোগে। সবচেয়ে বেশি লোডশেডিং হচ্ছে গ্রামাঞ্চলে, যেখানে সাধারণ মানুষ জীবন-জীবিকার মৌলিক চাহিদা মেটাতেই হিমশিম খাচ্ছেন।