প্রকাশ: ২১ জুলাই ২০২০, ২০:৪
প্রথম পর্যায়ে পুরোপুরি সফল হওয়ার পর করোনাভাইরাস ভ্যাকসনিরে চূড়ান্ত পর্যায়ের ক্লিনিকাল ট্রায়াল শুরু করছে অক্সফোর্ড। এই পরীক্ষা হবে ভারতে। এর ফলে একই সঙ্গে করোনা ভাইরাসের দুইটি ভ্যাকসিনের ট্রায়াল শুরু হতে চলেছে ভারতে।অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় করোনার যে ভ্যাকসিন আবিষ্কার করেছে, তার দ্বিতীয় পর্যায়ের ক্লিনিকাল ট্রায়াল হবে ভারতে। একই সঙ্গে দেশের বিজ্ঞানীরা যে ভ্যাকসিন তৈরি করেছেন,
তারও ট্রায়াল শুরু হবে কিছু দিনের মধ্যেই।সোমবার রাতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কোভিড ভ্যাকসিনের বিষয়ে বড়সড় সাফল্য দাবি করে। তাদের বক্তব্য, তাদের তৈরি ভ্যাকসিন এজেডডি ১২২২ ক্লিনিকাল ট্রায়ালের প্রথম পর্যায়ে সফল ভাবে উত্তীর্ণ হয়েছে। গত এপ্রিল মাসে প্রথম এই ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়াল শুরু হয়। চীন, যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশে এক হাজার ৭৭ জনের উপর এই ভ্যাকসিন পরীক্ষামূলক ভাবে ব্যবহার করা হয়।
লাইসেন্স পেলে দ্বিতীয় পর্যায়ে মাস স্কেলে ক্লিনিকাল ট্রায়াল শুরু হয়ে যাবে। একই সঙ্গে ভ্যাকসিনের উৎপাদনও শুরু করে দেওয়া হবে।'