প্রকাশ: ১৯ জুলাই ২০২০, ৫:৩৬
ইতালিতে রশিদ হাওলাদার (৪৪) নামে এক বাংলাদেশিকে নৃশংসভাবে খুন করা হয়েছে বলা জানিয়েছে দেশটির আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার(১৮ জুলাই) রাতে বাণিজ্যিক নগরী মিলানে এ ঘটনা ঘটে।
নিহত বাংলাদেশীর ইতালিতে বৈধ স্টেট পারমিট (পেরমেসসো দি সোজ্জর্নো) ছিলো। হত্যাকান্ডের আগে থেকে স্তাদেরার ওই এলাকাটি পুলিশের খাতায় 'ক্রাইম জোন' হিসেবে চিহ্নিত ছিল। নিহত ও খুনিদের বাড়ি বাংলাদেশের মুন্সীগঞ্জে বলে জানা গেছে।