প্রকাশ: ১৬ জুলাই ২০২০, ২৩:১
বিশ্বের এই মহামারী করোনাভাইরাসে আতঙ্কে চতুর্মুখী সংকটে পড়েছে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী ও চাকুরীজীবি শ্রমিকেরা। পৃথিবীর মানুষ আজ গৃহবন্দী হয়ে রয়েছে, একাকিত্বে দিন কাটাচ্ছে প্রবাসী বাংলাদেশীরা।একদিকে প্রাণঘাতী রোগের ভয়ে পরিবার নিয়ে থাকতে হচ্ছে শঙ্কায়, অন্যদিকে প্রায় আয়-রোজগার বন্ধের পথে। বিশেষ করে ব্যবসায়ীরা দোকান ভাড়া, কর্মচারীর বেতন, কফিলের ফায়দা, লাইসেন্স রিনিউ এবং ফ্যামেলি নিয়ে বিশাল এক সংকটে পড়েছে। ফলে প্রবাসী ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে জানান ওমানস্থ বাংলাদেশ সোশ্যাল ক্লাবের সভাপতি সিরাজুল হক।
এছাড়া লকডাউনের ফলে বিপর্যস্ত হয়ে পড়া সাধারণ প্রবাসীদের পাশে নানাবিধ সেবা প্রতিষ্ঠান এবং অর্গানাইজেশনের কর্মীরা পাশে দাঁড়িয়েছেন৷ অনেকের জন্য খাদ্যের ব্যবস্থা করেছেন। তিনি আশা করছেন পুরো ওমানের অবস্থা ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে আসবে৷ ইতিমধ্যে বন্ধ থাকা অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে।