প্রকাশ: ৬ জুলাই ২০২০, ২১:২
স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গ্যালিসিয়ায় ফের লকডাউন জারি করা হয়েছে। ফলে গৃহবন্দী হয়ে পড়েছেন প্রায় ৭০ হাজার মানুষ। অঞ্চলটিতে ফের করোনার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার কারণে এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
রোববার থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত শুধুমাত্র জরুরি কাজের জন্য যারা ভ্রমণ করবেন তাদের উপকূলীয় এই অঞ্চলটি থেকে বের হওয়ার বা প্রবেশের অনুমতি দেয়া হবে।