নভেল করোনাভাইরাস মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের জন্য সুরক্ষা সামগ্রী (পিপিই) কেনাকাটায় দুর্নীতির অভিযোগে জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী ওবাদিয়াহ মোয়ো গ্রেপ্তার হয়েছেন। দেশটির দুর্নীতি দমন সংস্থা গতকাল ১৯ জুন, শুক্রবার তাকে গ্রেপ্তার করে রাজধানী হারারের রোডেসভাইল থানায় সোপর্দ করেছে। আজ ২০ জুন, শনিবার তাকে আদালতে তোলা হতে পারে।আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমকে এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন দেশটির দুর্নীতি দমন কমিশনের (জেডিএসিসি) মুখপাত্র জন মাকামুরে।
তিনি বলেন, ‘আমি নিশ্চিত করছি যে স্বাস্থ্য ও শিশু কল্যাণ বিষয়ক মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে রোডেসভিলে থানায় রাখা হয়েছে।’জেডিএসিসি মুখপাত্র আরো জানান, মোয়োর বিরুদ্ধে কোভিড-১৯ মোকাবিলায় স্বাস্থ্য সামগ্রী সংগ্রহে অনিয়মের অভিযোগ আনা হয়েছে।এদিকে এই গ্রেপ্তারের ঘটনায় এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো মন্তব্য করেনি জিম্বাবুয়ে সরকার।
কয়েকটি গণমাধ্যম জানায়, ওবাদিয়াহ মোয়োর বিরুদ্ধে ড্রাগস কনসাল্ট এসএজিএল নামে একটি প্রতিষ্ঠানকে অনিয়মের মাধ্যমে করোনা মোকাবিলায় প্রয়োজনীয় জরুরি ওষুধ ও ব্যক্তিগত সুরক্ষা উপকরণ (পিপিই) সরবরাহে ৪২ মিলিয়ন ডলারের কাজ পাইয়ে দেয়ার অভিযোগ উঠেছে।তবে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ অর্থের পরিমাণ ৬০ মিলিয়ন ডলার উল্লেখ করা হয়েছে। তার বিরুদ্ধে সম্প্রতি দুর্নীতির অভিযোগ আনে দেশটির প্রধান বিরোধী দল।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।