প্রকাশ: ১৯ জুন ২০২০, ১৬:১৬
লাদাখ সীমান্তে সোমবার প্রাণঘাতী সংঘর্ষের সময় যে ১০ ভারতীয় সেনাকে তুলে নিয়ে গিয়েছিল তাদেরকে ছেড়ে দিয়েছে চীন। খবর বিবিসির।সেদিনের সংঘাতে ভারতের অন্তত ২০ জন সেনা মারা যায় বলে দিল্লির পক্ষ থেকে নিশ্চিত করা হয়। সেইসঙ্গে ৭৬ জন আহত হওয়ার ঘটনা ঘটে।চীনের সেনারাও ওই ঘটনায় হতাহত হলেও এ ব্যাপারে বেইজিং কিছু জানায়নি।তবে মার্কিন গোয়েন্দা সূত্রে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানায়, গালওয়ান উপত্যকায় সংঘর্ষে অন্তত ৩৫ জন চীনা সেনা হতাহত হয়েছে।
নাকুলা এবং প্যাগং লেকের উত্তরপ্রান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) পেরিয়ে ভারতীয় সীমানায় ঢুকে পড়ে চীনা সেনারা। এই ঘটনায় দুই দেশের সেনা পর্যায়ে দফায় দফায় বৈঠকেও সংকট নিরসন হয়নি।এক পর্যায়ে সোমবার প্রাণঘাতী সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। ৪৫ বছর পরে ফের চীনা সেনার হামলায় মৃত্যু হলো কোনো ভারতীয় সেনার। সর্বশেষ ১৯৭৫ সালে এমন ঘটনা ঘটেছিল।