প্রকাশ: ১০ জুন ২০২০, ১৭:৪৭
শেতাঙ্গ পুলিশের হাঁটুর নিচে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনা নিয়ে ক্রোধ আর আবেগ; বর্ণবাদবিরোধী বিক্ষোভে টগবগ করে ফুটছে পুরো আমেরিকা। একেতো করোনা ভাইরাস, আবার এই বিক্ষোভ, বলা চলে রীতিমতো চাপের মুখে ফেলে দিয়েছে দেশটিকে।
ফ্লয়েডের পরিবার খুব চমৎকার উল্লেখ করে বাইডেন মার্কিন সংবাদমাধ্যমে বলেন, তার ছোট্ট মেয়েটি বাসায়ই ছিল। সে বলেছে, ‘বাবা বিশ্বকে বদলে দেবে’। আমিও মনে করি, তার বাবা বিশ্বকে বদলে দেবেন।গত ২৫ মে মিনেসোটার মিনিয়াপোলিসে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার অত্যাচারে আফ্রিকান-আমেরিকান জর্জ ফ্লয়েডের করুণ মৃত্যু হয়। এতে আমেরিকাসহ বিশ্বব্যাপী প্রতিবাদ-বিক্ষোভ ছড়িয়ে পড়ে।