প্রকাশ: ৮ জুন ২০২০, ৬:২৩
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সোফিয়ানে নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে ৫ জঙ্গি নিহত হয়েছে। দেশটির প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, সোফিয়ানে চালানো অপারেশন রেবানে ৫ জঙ্গিকে মেরে ফেলা হয়েছে। তিনি বলেন, সফলভাবেই এ অপারেশন করা হয়েছে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান তিনি।