প্রকাশ: ৩ জুন ২০২০, ১৭:৫১
চীনের সীমানা পেরিয়ে বিশ্বজুড়ে মহামারি রূপ নিয়েছে করোনাভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাস হানা দিয়েছে পাকিস্তানেও। প্রতিদিনই দেশটিতে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতে করোনাভাইরাস নিয়েই দেশের মানুষকে বেঁচে থাকার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার টেলিভিশনে দেয়া এক ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এই আহ্বান জানান।
জনগণকে করোনা প্রতিরোধে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে ইমরান খান বলেন, এই ভাইরাস আরো ছড়াবে। আমার খুব কষ্ট নিয়ে বলতে হচ্ছে যে আরো লোক হয়তো এতে মারা যাবেন। যদি জনগণ সতর্ক হয় তাহলে এই ভাইরাস নিয়ে বাঁচা যাবে।