প্রকাশ: ২৩ মে ২০২০, ২০:২৩
নওগাঁয় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়ের নিজস্ব উদ্যোগে শতাধিক মুক্তিযোদ্ধাদের মাঝে ঈদ সামগ্রী প্রদান করা হয়েছে।শনিবার সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ সামগ্রী বিতরণে অংশ গ্রহন করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হারুন অর রশীদ।
এসময় ঈদ সামগ্রী হিসেবে আটা,চিনি, লাচ্চা-সেমাই,তেলসহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ বিষয়ে জেলা যুবলীগের সাধারন সম্পাদক বিমান কুমার রায় জানান, এর পূর্বে বিভিন্ন সময় করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষ ও বিভিন্ন শ্রমজীবি সংগঠনের শ্রমিক ভাইদের মাঝে খাদ্য সহায়তা ও ইফতার সামগ্রী বিতরন করেছি৷