সরকারের ভুল সিদ্ধান্তের কারণে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। করোনার এই পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন কথা বলেন তিনি।
ফখরুল বলেন, সরকার শুরু থেকেই মানুষকে সুরক্ষিত রাখার বিষয়ে উদাসীনতা দেখিয়ে এসেছে। স্বাস্থ্যখাতকে অবহেলা করেছে। সরকারের ভুল সিদ্ধান্তে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে যা ভবিষ্যতে আর ভয়াবহ রূপ নিবে।সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল শপিং মল খোলার সমালোচনা করে বলেন, একদিকে শারীরিক দূরত্ব নিশ্চিতের কথা বলে আবার একই সময়ে সীমিত আকারে শপিংমল খোলা এবং যানবাহন চালু রাখার সরকারের এমন সিদ্ধান্ত সাংঘর্ষিক।