“শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি” প্রতিপাদ্যে নানা আয়োজনে সারাদেশে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও গুণি শিক্ষক সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য:-
মো. এহসানুল হক, মৌলভীবাজার :
বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে মৌলভীবাজার জেলাজুড়ে নানা কর্মসূচি পালিত হয়েছে। স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে জেলা শহরে এবং বিভিন্ন উপজেলায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও গুণি শিক্ষক সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটি মৌলভীবাজার এর আয়োজনে রবিবার (৫ অক্টোবর) সকালে মৌলভীবাজার শহরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন। বক্তব্য দেন প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
এছাড়া শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, র্যালি এবং গুণি শিক্ষক সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন এবং সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন। এসময় বক্তব্য দেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ৪ গুণি শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়। এদিকে কমলগঞ্জে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে উপজেলা পরিষদের সভা কক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সুত্রধর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভীন। সভাপত্বি করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল।
মো. তাসলিম উদ্দিন, সরাইল:
একটি জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষাই জাতির মেরুদণ্ড। সেই মেরুদণ্ড গড়ার মহান দায়িত্ব পালন করে থাকেন শিক্ষকরা। মেধা বিকাশ, নীতি-নৈতিকতার শিক্ষাসহ জীবনকে সুন্দরভাবে গড়ার তোলার পথ বাতলে দেন তারা। তাই শিক্ষকদের মানুষ গড়ার কারিগরও বলা হয়। আজকের দিনটি সেই শিক্ষকদের জন্য।
আজ (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস। ১৯৯৫ সাল থেকে জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউনেস্কোর সদস্যভুক্ত প্রতিটি দেশে এই দিনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়ে থাকে। শিক্ষকদের সম্মান রক্ষা এবং সমাজে তাদের অবদান স্মরণে দিনটি পালন করা হয়ে থাকে।"শিক্ষকতা পেশা" মিলিত প্রচেষ্টার দীপ্তি'এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইলে যথাযথ মর্যাদায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভার মধ্যে দিয়ে শিক্ষক দিবস - ২০২৫ পালিত করা হয়েছে।
রোববার (৫ অক্টোবর) সকাল সাড়ে দশটায় বিশ্ব শিক্ষক দিবস। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র্যালী শেষে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালী ও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ, স্কুল, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়) এর প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক অংশ গ্রহণ করেন।
সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.মোশারফ হোসাইন।
আরও উপস্থিত ছিলেন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনছুর আহমেদ, আব্দুস সাত্তার ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. ইকবাল হোসেন মৃধা,সরাইল প্রাথমিক শিক্ষা অফিসার মো.নৌসাদ আহমেদ,একাডেমিক সুপারভাইজার (শিক্ষা)ইতি বেগম, সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবা ভট্টাচার্য, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.রফিকুল ইসলাম মানিক, প্রভাষক মো. রুহুল আমিন রুবেল। সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, সরাইল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন। উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শরিক উদ্দিন, সরাইল প্রেসক্লাবের আব্দুল করিম, মো. মশিউর রহমান, গাজী মোহাম্মদ মাজিদ মাস্টারসহ অনেকে।
সরাইল উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন।।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন শাহী মসজিদের ইমাম মাও. আমান উল্লাহ।
“শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি” প্রতিপাদ্যে নওগাঁর আত্রাইয়ে বিশ^ শিক্ষক দিবস পালন করা হয়েছে।
রোববার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধার প্রধান সড়ক প্রদক্ষিন করে।
র্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক এর সভাপতিত্বে আলোচনা সভা হয়। সভায় উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার এর সঞ্চালনায় মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল, আহসান হাবিব, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইদা পারভিন শাকিলা, সহকারী শিক্ষক আসাদুল ইসলাম, ছালেক উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা তাদের বক্তব্যে, শিক্ষকরা যাতে সমাজে মর্যাদার সাথে সন্তান-সন্ততি ও পরিবার নিয়ে বসবাস করতে পারেন সেজন্য তাদের বেতন বৈষম্য নিরশনে সরকারের সুদৃষ্টি কামনা করেন।
সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার(ভূমি) নূরে আলম সিদ্দিক বলেন, শিক্ষক একটি আদর্শের নাম। শিক্ষকদের এ আদর্শ কোন কিছুর সাথে তুলনা বা পরিমাপ করা যাবে না। তিনার বাবাও একজন শিক্ষক উল্লেখ করে বলেন, স্যারদের দেখানো পথে হেঁটে আজ আমি এখানে এসে পৌঁছেছি। সরকার শিক্ষক ও শিক্ষার মনোন্নয়নে কাজ করছেন জানিয়ে আগামীতে এর সুফল পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। এসময় আত্রাই ভূমি অফিসকে একটি জবাবদিহি প্রতিষ্ঠানে পরিনত করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
উক্ত শিক্ষক দিবসের র্যালী ও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন।
মোস্তাকিন হোসেন, পাঁচবিবি :
জয়পুরহাটের পাঁচবিবিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ^ শিক্ষক দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে আজ রবিবার বেলা ১১ টায় দিবসটি উপলক্ষে একটি শোভাযাত্রা উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের জেলা আহবায়ক আব্দুল গফুর মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ।
ধুরইল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোহরাব হোসেন মন্ডলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,একাডেমীক সুপারভাইজার জহুরুল ইসলাম, উচাই বালিকা উচ্চবিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নওশাদ আলী, কলেজ শিক্ষক সমিতির সভাপতি জ্যেষ্ঠ প্রভাষক আহসান হাবিব, সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক আওরঙ্গজেব আকন্দ আমিন, বিএমআই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা আক্তার, পাঁচবিবি এল বি পাইলট সরকারী উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমানসহ অনেকে।
"একটি সহযোগী পেশা হিসেবে শিক্ষকতা পুনর্নির্মাণ" এ প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দে বিশ্ব শিক্ষক দিবস- ২০২৫ উপলক্ষে র্যালি ও
আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা চত্বর থেকে র্যালিটি বের হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পর্যায়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটি আয়োজনে আলোচনা অনুষ্ঠিত হয়।
সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান।
বাংলাদেশ শিক্ষক সমিতি গোয়ালন্দ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক তৈয়বুর রহমানের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যাপক আবুল কালাম আজাদ, সহকারি অধ্যাপক নজির হোসেন মোল্লা, আব্দুল হালিম মিয়া কলেজের অধ্যক্ষ বিলকিস আক্তার, গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতি গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল কাশেমসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকমন্ডলী, গণমাধ্যমকর্মী প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষকরাই জাতি গঠনের মূল কারিগর। তাদের হাত ধরেই জ্ঞান, নীতি ও মানবিকতার আলোয় আলোকিত হয় সমাজ। শিক্ষকরা কেবল পাঠদান করেন না, তারা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করেন।
বক্তারা আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষক সমাজের প্রতি যথাযথ সম্মান, ন্যায্য সুযোগ-সুবিধা এবং আধুনিক প্রশিক্ষণ প্রদান সময়ের দাবি। আমরা চাই শিক্ষকদের মর্যাদা বৃদ্ধির পাশাপাশি বৈষম্য দূর করে সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং বেতন কাঠামো একটি সম্মানজনক স্থানে উন্নতি করা হোক।
আলমগীর হোসেন, ঠাকুরগাঁও : বিশ্ব শিক্ষক দিবসে ঠাকুরগাঁওয়ে মেধাবী শিক্ষার্থী ও অস্বচ্ছল পরিবারের মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও ভার্সিটিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের লেখাপড়া এগিয়ে নিতে আর্থিক সহায়তা স্বরুপ উচ্চশিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
বেসরকারী উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) ও মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) আর্থিক সহযোগিতায় রোববার দুপুরে সংস্থাটির ঠাকুরগাঁওয়ের প্রধান কার্যালয়ের জয়নাল আবেদীন মিলনায়তনে এ বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।
সংস্থাটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তি চেক তুলে দেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রংপুর অঞ্চলের উপ পরিচালক (অবসরপ্রাপ্ত) আখতারুজ্জামান, জেলা শিক্ষা অফিসার শাহীন আকতার, ইকো কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার।
অনুষ্ঠানে প্রধান অতিথি সহ অন্যান্য বক্তারা বলেন, আজ যেসব শিক্ষার্থীরা বৃত্তি গ্রহণের এ সুবিধা গ্রহণ করছে, তারাও প্রতিষ্ঠিত হয়ে প্রত্যেকে এক জন করে মেধাবী শিক্ষার্থীর দায়িত্ব নিলে তবেই এ ধরনের অনুষ্ঠানের স্বার্থকতা। এছাড়াও এ প্রথা অনুকরনীয় হলে কোন মেধাবী শিক্ষার্থী ঝরে পরবে না এবং কোন না কোন ভাবে তা দেশের সার্বিক উন্নয়নে জাতীয় পর্যায়েই ভূমিকা রাখবে।
উল্লেখ্য, উচ্চবৃত্তি প্রদান এ অনুষ্ঠানে ২২ জন শিক্ষার্থীর মাঝে ৬ লক্ষ ৯৬ হাজার টাকা দেয়া হয়।