ইসারাইলকে কঠিন জবাব দেবে জর্ডান!
পশ্চিমতীরকে ইসরাইলের ভূখণ্ডের অন্তর্ভুক্ত করলে ইহুদিবাদী দেশটিকে কঠিন জবাব দেয়া হবে বলে হুশিয়ার করেছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ। ইউরোপের একটি গণমাধ্যমকে শুক্রবার দেয়া সাক্ষাৎকারে তিনি ওই হুশিয়ারি উচ্চারণ করেন। খবর আনাদোলুর।
ডের স্পিয়েজেলকে তিনি বলেন, পশ্চিমতীর দখল করে নিতে চাইলে ভয়াবহ পরিনতি অপেক্ষা করছে ইসরাইলের জন্য। দখলদার ইহুদিবাদী দেশটি এরই মধ্যে ঘোষণা দিয়েছে, আগামী জুলাইয়ে তাদের ভূখণ্ড পশ্চিমতীর পর্যন্ত সম্প্রসারন করা হবে। জর্ডানের বাদশাহ আরও বলেন, ইসরাইলের এ দখলদারিত্ব গোটা অঞ্চলটিতে অস্থিরতা সৃষ্টি করবে।
ইসরাইলের প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, আগামী ১ জুলাই বিরোধী দলের সম্মতিতে ওই সম্প্রসারন কার্যক্রম শুরু হবে। ফিলিস্তিনিরা কঠোর নিন্দা জানিয়ে যে কোনো মূল্যে ইসরাইলের ওই দখলদারিত্ব রোখে দেয়ার ঘোষণা দিয়েছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।