যুক্তরাষ্ট্রের কলারাডো স্টেটের ডেনভার সিটির ঘটনা।
শাটডাউন শিথিল হওয়ার পর গত শনিবার প্রথম দরজা খুলেছিলো ফ্লয়েড'স নাইনটিনাইনের। সেলুন। দিনভর চরম ব্যস্ততা শেষে সন্ধ্যায় প্রতিষ্ঠান বন্ধ হওয়ার ১৫ মিনিট আগে এলেন এক নারী। তার সেলুনসেবা দরকার। দোকানী রাজি হলেন। তিনি অন্য স্টাফদের বিদায় দিতে চেয়েও আগন্তুক নারীর বারণে পারেননি।
সেলুনসেবা শেষ করলেন। এবার বিল নেয়ার পালা। ২৭ ডলার বিল। বখশিশ? নারীটি তার কার্ড থেকে পরিশোধ করলেন আরও ২৫ শ' ডলার। শুধু তাই নয়, সেলুনের ম্যানেজারকে নিজের পকেট থেকে দিলেন ১,০০০ ডলার, রিসেপশনিস্টকে ৫০০ আর আঠারো জন স্টাফের প্রত্যেককে ১০০ ডলার করে। এর মানে, মোট ৪,৩২৭ ডলার!
(ফেসবুক থেকে সংগৃহীত)
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।