প্রকাশ: ৮ মে ২০২০, ২:৪৭
রাতভর হাঁটার পর ক্রমশ পা ভারী হয়ে আসছিল। ক্লান্ত, অবসন্ন শরীরটা আর এগোচ্ছিল না। উপায় না দেখে তাই রেল লাইনের উপরই বসে পড়েছিলেন। ভেবেছিলেন, লকডাউনের সম য়ট্রেন তো চলছে না। তাই লাইনের উপর বসে খানিক জিরিয়ে নিয়ে ফের রওনা দেবেন। কিন্তু পুঁটলিতে রাখা শুকনো রুটি মুখে পুরতেই বন্ধ হয়ে এসেছিল দু’চোখ। এলিয়ে পড়েছিলেন সকলে।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, লকডাউনে রোজগার বন্ধ হয়ে যাওয়ায় মধ্যপ্রদেশের বাড়ির উদ্দেশে রওনা দেয় ২০ জন পরিযায়ী শ্রমিকের একটি দল। মহারাষ্ট্রের জলনা থেকে ১৫৭ কিলোমিটার (প্রায় ৯৮ মাইল) পেরিয়ে এ দিন ভোরে ভুসাবল পৌঁছন তাঁরা। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর ক্লান্তিতে অবসন্ন হয়ে পড়েন তারা। তাই ভুসাবলে বদনাপুর এবং কর্মাড স্টেশনের মাঝে রেললাইনের উপর খানিক ক্ষণ জিরিয়ে নেবেন বলে ঠিক করেন। লকডাউনে ট্রেন চলাচল যেহেতু বন্ধ, তাই নিশ্চিন্তে লাইনের উপরই ঘুমিয়ে পড়েন তারা। সেই অবস্থাতেই ভোর সোয়া ৫টা নাগাদ তাদের উপর দিয়ে চলে যায় একটি মালগাড়ি।
ট্রেনের শব্দে ঘুম ভেঙে গেলে কোনোরকমে লাইন থেকে সরে যেতে সক্ষম হন পাঁচ জন। তাদের মধ্যে এক জন আবার লাইন থেকে সরে যাওয়ার সময় মালগাড়ির ধাক্কায় গুরুতর জখম হন। কিন্তু বাকি ১৫ জনই মালগাড়িতে কাটা পড়েন।