১২ হাজার কর্মী ছাটাই করছে ব্রিটিশ এয়ারওয়েজ
মহামারি করোনাভাইরাসের কারণে মহাবিপর্যয়ে পড়েছে করোনাভাইরাসের কারণে বিমান চলাচল খাত। বিশ্বের বেশিরভাগ এয়ারলাইন্সের বিমানের বহর চলাচল বন্ধ। আর এমন মুহূর্তে ব্রিটেনে পতাকাবাহী বিমান সংস্থা ব্রিটিশ এয়ারজওয়েজ ১২ হাজার কর্মীকে ছাঁটাই করার ঘোষণা দিয়েছে।
করোনা মহামারির আর্থিক ক্ষতি মোকাবিলায় কোম্পানি পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নিয়েছে। আর এই সিদ্ধান্তের কথা গণমাধ্যমে জানিয়েছে ব্রিটিশ এয়ারওয়েজের মাতৃ সংগঠন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স গ্রুপ বা আইএজি।
ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স গ্রুপ বলেছে, তারা এখনো এর বিকল্প অন্য কোনো উপায় খুঁজে দেখার চেষ্টা করছে। কিন্তু ধারণা করছে, এটা সত্ত্বেও অধিকাংশ কর্মী এর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। আর এর ফলে ১২ হাজার পর্যন্ত কর্মীকে ছাটাই করার প্রয়োজন পড়বে।
করোনা মহামারির কারণে বিপর্যস্ত এই বিমান পরিবহন সংস্থাটি আরও জানিয়েছে, করোনার পরবর্তীকালে এর প্রভাব কাটিয়ে উঠে ২০১৯ সালের মতো অবস্থায় ফিরে আসতে আরও কয়েক বছর সময় লাগবে। আর এই ক্ষতিও সহজে পুষিয়ে ওঠা সম্ভব নয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।