প্রকাশ: ২২ এপ্রিল ২০২০, ২৩:৪৩
চীন থেকে উৎপন্ন হয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। যা মহামারি আকার ধারণ করেছে। এ সংকটময় মুহূর্তে সে দেশের ক্লাব গুয়াংজু এভারগ্রান্দে বানাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে স্টেডিয়াম বানাচ্ছে চীনের এ ক্লাবটি।
দেশটির সুপার লিগ চ্যাম্পিয়ন গুয়াংজু ১ লাখ ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়াম তৈরির কাজ শুরু করেছে। খরচ পড়বে প্রায় ১.৭ বিলিয়ন ডলার (বাংলাদেশি অর্থে প্রায় সাড়ে ১৪ হাজার কোটি টাকা)। গুয়াংজুর দাবি দেখতে ‘পদ্ম ফুল’-এর মতো এ স্টেডিয়াম হবে সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম। ২০২২ সালের শেষ নাগাদ এর নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।