প্রকাশ: ২২ এপ্রিল ২০২০, ১৫:১৯
ইতালিতে একদিনের ব্যবধানে আবারও করোনায় মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ৫৩৪ জনের প্রাণ কেড়েছে করোনা। এ নিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৬৪৮ জনে।ইতালির বেসামরিক সুরক্ষা বিভাগ বলছে, দেশে ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ কমেছে আগের দিনের তুলনায় অন্তত ৫২৮ জন। বর্তমানে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা এক লাখ ৭ হাজার ৭০৯। তবে চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ৫১ হাজার ৬০০ জন।
তবে সম্প্রতি করোনায় আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা কমে এসেছে।এদিকে, ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি করোনাভাইরাসের একটি ভ্যাকসিন আগামী বৃহস্পতিবার মানবেদেহে পরীক্ষামূলক প্রয়োগের ঘোষণা দিয়েছে ব্রিটেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা আগামী সেপ্টেম্বরের মধ্যে এই ভ্যাকসিন চূড়ান্তভাবে মানবদেহে প্রয়োগের ব্যাপারে আশাপ্রকাশ করেছেন। এ জন্য ভ্যাকসিনটির কয়েক লাখ ডোজ তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন তারা।
ইনিউজ ৭১/ জি.হা