প্রকাশ: ১১ এপ্রিল ২০২০, ১৫:৪
ইউরোপের আরেক দেশ ফ্রান্সেও মৃত্যুর মিছিল শুরু হয়েছে। মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে গত একদিনে আরও ৯৮৭ জন মারা গেছে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ শুক্রবার এ তথ্য দিয়েছে।ফ্রান্সে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে এখন ১৩ হাজার ১৯৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আরও ৭ হাজার ১২০ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ১ লাখ ২৫ হাজার প্রায়।দেশটির স্বাস্থ্য কর্মকর্তা জেরমি সালোমন সাংবাদিকদের এসব তথ্য জানিয়ে বলেন, গত একদিনে যারা মারা গেছেন তাদের মধ্যে ১০ বছরের কম বয়সী একটি শিশুও রয়েছে। তার মৃত্যুর আরও কিছু কারণ ছিল।