কক্সবাজারের টেকনাফে বিজিবি একটি ঝটিকা অভিযান চালিয়ে তিন নারী মাদক পাচারকারীকে আটক করেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর রাত ৮ টায়) টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা যায়, শাহপরীরদ্বীপ থেকে সেন্টমার্টিনে গমনকালে মাদক পাচারকারীদের গোপন সংবাদ আসে। এরপর বিজিবি বেলা ১১ টায় জেটিঘাট ও আশপাশের এলাকায় নজরদারি ও টহল মোতায়েন করে। এক পর্যায়ে তিন নারী যাত্রীকে সন্দেহজনক মনে হলে বিজিবির নারী সদস্যদের মাধ্যমে তল্লাশি করা হয়।
তল্লাশির সময় তাদের শরীরে ৩ কেজি ৭ শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ধৃতরা হলেন- সেন্টমার্টিনের আজু মিয়ার কন্যা রুবায়দা (১৮), মৃত দোস মোহাম্মদের কন্যা ফাতেমা খাতুন (২০) এবং টেকনাফের মো. জাফরের কন্যা সারমিন (১৮)।
বিজিবি অধিনায়ক জানান, উদ্ধারকৃত গাঁজা ও আটককৃত নারীদের বিরুদ্ধে আইনানুযায়ী মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়েছে। সেন্টমার্টিনের আলী হোসেন নামে একজন পলাতক আসামিও রয়েছে।
তিনি আরও বলেন, “এই মাদকবিরোধী অভিযান সীমান্ত সুরক্ষা ও অপরাধ দমনে বিজিবির কঠোর ও জিরো টলারেন্স নীতির অংশ।”