দেবীদ্বারে মাদক সেবন করে পারিবারিক ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগে দীপংকর চন্দ্র শীল (৩০) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৯অক্টোবর) দুপুরে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে ওই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল উদ্দিন।
জানা গেছে, দীপংকর দীর্ঘদিন ধরে মাদক সেবনের সঙ্গে জড়িত ছিলেন এবং সম্প্রতি মাদকাসক্ত অবস্থায় পরিবারের সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও বিশৃঙ্খলা সৃষ্টি করায় তার পরিবার নিজেই প্রশাসনের দ্বারস্থ হয়ে অভিযোগ প্রদান করেন। অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে স্থানীয় প্রশাসন।