প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ১৫:১৮
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার অংশের বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি সতর্ক করে বলেছেন, আগামী ২০ অক্টোবরের মধ্যে সড়ক সংস্কারের কাজ শুরু না হলে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ করে সেখানে ধান চাষ করবেন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি দুই মিনিট দুই সেকেন্ডের কল রেকর্ডে এই কথোপকথন শোনা যায়। এটি হয় ৬ অক্টোবর হাসনাত আব্দুল্লাহ ও কুমিল্লা সড়ক ও জনপদ বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফার মধ্যে।
ভাইরাল হওয়া কলটিতে হাসনাত আব্দুল্লাহ বলেন, “অক্টোবরের ২০ তারিখের মধ্যে দেবীদ্বার অংশের কাজ শুরু না হলে কোনো গাড়ি চলবে না। রাস্তা এমন অবস্থায় আছে, মানুষ হেঁটে যেতে পারে না, গাড়ি চলতে পারে না। তাই আমরা বাধ্য হয়ে ধান লাগাবো।”
এর জবাবে প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, “রাস্তা ব্লক করে দিবেন—এটা আপনার অধিকার আছে। আমি তাতে কোনো মন্তব্য করবো না। তবে আমরা চেষ্টা করছি নিয়মের মধ্যে থেকে সংস্কার কাজ শুরু করার।”
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, “ফুলগাছতলা থেকে নিউমার্কেট পর্যন্ত রাস্তা চলার অনুপযোগী। অক্টোবরের ২০ তারিখ দুপুর ২টার পর দেবীদ্বার দিয়ে একটি গাড়িও যাবে না। রাস্তা ঠিক না হলে এখানে ধান লাগিয়ে মাছ চাষ করব।”
প্রকৌশলী মোস্তফা বলেন, “আমরা সড়কে ডিভাইডার বসানোর কাজ করছি। এজন্য ইট দিয়ে অস্থায়ী সলিং করা হয়েছিল, যা বৃষ্টিতে দেবে গিয়ে খানাখন্দ সৃষ্টি করেছে। দ্রুত সংস্কারের উদ্যোগ নিচ্ছি।”
ভাইরাল হওয়া অডিও নিয়ে হাসনাত আব্দুল্লাহ পরে বলেন, “আমি দেবীদ্বারের মানুষের পক্ষ থেকে কথা বলেছি। রাস্তার অবস্থা ভয়াবহ, তাই উন্নয়নের স্বার্থে এমন বক্তব্য দিয়েছি। আমি চাই, কর্তৃপক্ষ যেন অবহেলা না করে দ্রুত কাজ শুরু করে।”
স্থানীয়দের অভিযোগ, দেবীদ্বার অংশের মহাসড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রতিদিন দুর্ঘটনার ঝুঁকি নিয়ে হাজারো মানুষ চলাচল করছে।
তারা বলেন, এলাকাবাসী বহুবার সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এখন হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্য স্থানীয়দের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।