পৃথিবী জুড়ে এই মুহূর্তে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা ৫,৬৫,০০৯, এর মধ্যে মৃত্যু হয়েছে ২৫,৪১০ জন মানুষের ৷ ক্রমেই বেড়ে চলছে মৃত্যু মিছিল ৷ এতালি, ফ্রান্স,অমেরিকার হাতের বাইরে বেরিয়ে গিয়েছে পরিস্থিতি ৷ ক্রমশই লাফিয়ে লাফিয়ে বড় হচ্ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ভারতীয়দের মধ্যে ৮৭৫ জনের শরীরে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া গিয়েছে ৷ ইতালি, ইরান, স্পেন, ফ্রান্স সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷
শুক্রবার রাত ৯টায় প্রকাশিত তথ্যের ভিত্তিতে বলা যেতে পারে যে খুব একটা ঘাবড়াবার কিছু নেই ভারতীয়দের ৷ তবে তাই বলে প্রতিটি সরকারি নিয়ম এড়িয়ে গেলে চলবে না ৷ সব সময়েই বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে চলতে হবে ৷ একটি সমীক্ষায় দাবি করা হয়েছে করোনায় সংক্রমিত হলে ৯৫.৬ শতাংশ সেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷
করোনায় আমেরিকায় মোট আক্রান্তের সংখ্যা ৯২,২০৬ তার মধ্যে মারা গিয়েছেন ১,৩৭১ ৷ এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ১,৮৮৯ যা যথেষ্ট চিন্তার ৷ চিনে মোট আক্রান্তের সংখ্যা ৮১,৩৪০ কিন্তু মৃতের সংখ্যা ৩,২৯২ ৷ ৭৪,৫৮৮ জন মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৷
সেখানে ভারতে ৮৭৪ জন মানুষ আক্রান্ত যেখানে ২০ জনের মৃত্যু হয়েছে ৷ ৭৩ জন মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৷ এই তথ্যের ভিত্তিতেই বলা যেতে পারে করোনা ভাইরাসে আক্রান্ত হলেও ৯৭.৮ শতাংশ মানুষের সুস্থ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ৷
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।