বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে বিরোধী দলের প্রশ্নের মুখে অজ্ঞান হয়েছেন নেদ্যারল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী ব্রুনো ব্রুইনস। বৃহস্পতিবার দেশটির সংসদ চলার সময় এ ঘটনা ঘটে। -খবর মেট্রো নিউজের।
সংবাদমাধ্যমটি জানায়, অজ্ঞান হতেই পাশে থাকা এক মন্ত্রীর ব্রুইনসকে সহায়তা করেন। টানা কয়েক সপ্তাহ কাজ করায় হতাশাগ্রস্ত থেকে অজ্ঞান হন ব্রুনো ব্রুইনস।
ব্রুনো ব্রুইনস সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বলেন, হতাশা ও টানা কয়েক দিন তীব্র কাজ করায় অজ্ঞান হয়ে পড়ি। এখন সুস্থতা অনুভব করছি। বিশ্রাম নিতে ঘরে ফিরছি। আগামীকাল থেকে আবারো করোনা সংকট নিয়ে লড়াই চালিয়ে যাব।
নেদারল্যান্ডের জাতীয় স্বাস্থ্য সংস্থার বরাতে মেট্রো নিউজ জানায়, দেশটিতে ৫৬ জন করোনাভাইরাস সংক্রমণে মারা গেছেন। এদিকে স্বাস্থ্যমন্ত্রী ব্রুনো ব্রুইনস বৃহস্পতিবার পদত্যাগ করেছেন বলে জানিয়েছে লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।